After recovering from a hamstring injury, Mashrafe bin Mortaza has done fitness training as well as bowling practice at the academy ground in Mirpur.
চোট জর্জর তার পুরো ক্যারিয়ার, হোছট খেলেও বারবার ফিরে এসেছেন নতুন উদ্যম নিয়ে। তিনি মাশরাফি বলেই আরো একবার মাঠে ফেরার লড়াইটাকে নিয়েছেন চ্যালেঞ্জ হিসেবে। করোনার আঘাত লেগেছিল তার তার পরিবারে। নিজে আক্রান্ত হবার পর দুই সন্তানও ভুগেছে দীর্ঘ দিন।
সুস্থ হয়ে গত অক্টবরে ব্যক্তিগত উদ্দেগে অনুশীলন শুরু করলেও ছিটকে যান হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে। প্রায় ৬ সাপ্তাহ পর আবার শুরু করেছেন অনুশীলন। করোনা নেগেটিভ সনদ বিসিবিতে জমা দিয়ে পেয়েছেন অনুমতি। অনুশীলন তত্বাবধান করছেন বিসিবি ট্রেইনার তুষার কান্তি হাওলাদার। আপাতত ফিটনেস ফিরে পাওয়ায় চ্যালেঞ্জ মাশরাফির।
প্রায় সারে আটমাস পর বল হাতে নিলেও ছিল না কোন জরতা। বোলিং অনুশীলনে শুরু করেন ছোট রানআপ দিয়ে। ধীরে ধীরে বাড়ান গতি আর রানআপ। প্রথম দিন ৪ ওভার বোলিং করেছেন মাশরাফি। মাঠে ফিরতে দেখে সবার কৌতূহল। বঙ্গবন্ধু টি-20 কাপে খেলবেন কি নড়াইল এক্সপ্রেস?
সবশেষে গেল মার্চে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে প্রিমিয়ার লীগে খেলেছিলেন ম্যাচ। ফিটনেস ফিরে পেলে তাকে দেখা যেতে পারে বঙ্গবন্ধু টি-20 কাপে। যদি এখন পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কোন দল তাকে নিতে আগ্রহ প্রকাশ করেনি। তবে ৫ দলের কেউ চাইলে দলে নিতে পারবে দেশের সবচেয়ে সফল ওয়ানডে অধিনায়ককে।