ঘুরতে গিয়ে প্রেমিকার সাথে ধরা খেল মুন্সীগঞ্জের নিলয়।।
নিজস্ব প্রতিনিধিঃ গত ২২ শে নভেম্বর বেলা ১২ ঘটিকার সময় মুন্সীগঞ্জের মুন্সীরহাট এলাকার মোঃ নিলয় মেল্লাচরের একটি গ্রামে কাশবন নামক জায়গায় নির্জন এলাকায় অপরিচিত একটি মেয়ের সাথে অস্বাভাবিক অবস্থায় ধরা খেল। উক্ত গ্রামরে ণোক জন তাকে দেখতে পেয়ে হাতে নাতে ধরে ফেলে। ধরার সাথে তাদের উভয় পক্ষের ধস্তাধস্তি হয়।
পরিস্থিতি অনুকুলে চলে যাওয়ায় স্থানীয় পুলিশ খবর পেয়ে তৎখনাত সেখানে ছুটে আসে এবং তাদের আইনের মাধ্যমে স্থানী লোকদের ধুমধামের সহিত বিয়ে দেওয়া হয়। তার কুকর্ম আইনের পরিপন্থি হওয়ায় তার কাছ থেকে ১০ হাজার কোটি টাকা জরিমানা করা হয়।