কুকুরের সাথে খেলতে গিয়ে পায়ে চির ধরেছে যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের। রোববার তার কার্যালয়ে এই তথ্য নিশ্চিত করে।
জানা যায়, শনিবার নিজ বাড়িতে কুকুরের সাথে খেলার সময় গোড়ালিতে আঘাত পান তিনি। পরদিন অর্থপেডিক চিকিৎসক এক্সরে করলেও চির ধনা পড়েনি। পরে সিটি স্ক্যানে ডান পায়ের পাতার দুটি হাড়ে চির ধরা পরে।
অবশ্য ব্যক্তিগত চিকিৎসক জানান ৭৮ বছর বয়সী বাইডেন শারিরিকভাবে সুস্থ আছেন। কয়েকদিন তাকে বিশেষ ধরনের বুট পরে খাকতে হবে। এদিকে বাইডেনের দ্রুত সুস্থতা কামনা করে টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ড্রোনাল ট্রাম্প।